রংপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ডের দাসপাড়ায় আরসিসি ঢালাই রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে নগরীর ২৪ নং ওয়ার্ডের পুর্ব কামাল কাছনা থেকে দাসপাড়া মোড় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোঃ জামাল উদ্দিন, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, রংপুর সিটি কর্পোরেশনের উপ- প্রকৌশলী রাশেদ, সহকারি প্রকৌশলী অনুপ, রংপুর মটর সাইকেল পার্স দোকান মালিক সমিতির সভাপতি পাবেল রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাথার সাধারণ সম্পাদক ধিমান ভট্টাচার্য্য মোসলেম উদ্দিন কিন্টার গার্টেন স্কুলের সভাপতি বনমালী পাল, ২৪ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোঃ জামাল উদ্দিন বলেন, রংপুর সিটি মেয়রের সহযোগিতায় ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তা-ড্রেন, মসজিদ-মন্দিরে উন্নয়ন মুলক কাজ চলমান রয়েছে।