রংপুরে জেলা ও মহানগর ছাত্র দলের উদ্যোগে প্রতিকী অনশন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকালে রংপুর শহীদ মিনার চত্বরে বিদ্যমান অবৈধ অগনতান্ত্রিক সরকারের পদলেহী ভিসি ও বাকশালী পুলিশ কতৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় ক্যাম্পাসে ন্যায়সংগত দাবী আদায়ে আন্দেলনরত নিরীহ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ ও বর্বর হামলার প্রতিবাদে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের দাবীর প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী প্রতিকী অনশন কর্মসূচীর অংশ হিসেবে রংপুর এই কর্মসূচি পালন করা হয়। ্এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি হিজবুল, সাধারণ সম্পাদক সরিফ নেওয়াজ জোহা, সিঃ সহ সভাপতি মাহাবুব হোসেন সুমন, সহ সভাপতি সহিদুল ইসলাম, রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সহ সভাপতি নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, কারমাইকেল কলেজ ছাত্রদল শাখার সভাপতি রবিউল ইসলাম রবি সহ অন্যান্য নেতৃবৃন্দ।