সরকারের গন পরিবহন শ্রমিকদের টিকাদান কর্মসূচির আওতায় চট্রগ্রামের হাটহাজারীতে ৫শ শ্রমিককে টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধণ করা হয়েছে।
সোমবার সকালে বাসষ্টেষন চত্বরে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ ও চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ¦ মনজুরুল আলম মঞ্জু।
কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন কোভিড ওমিক্রন যেভাবে ছড়াচ্ছে যদি আমরা সচেতন না হই তাহলে জাঁতি বিপর্যস্ত মুখে পড়বে। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মহামারী ঠেকাতে বিনামুল্যে টিকা দান কর্মসূচি বাস্তবায়ন করছেন। দেশের অধিকাংশ মানুষ টিকা গ্রহন করেছেন। আমরা যেহেতু গন পরিবহনের সাথে জড়িত, সেহেতু জনগণকে স্বাস্থ্যবিধি মানার জন্য উদ্ধুদ্ব করেছি।পাশাপাশি আমাদের শ্রমিকরাও স্বাস্থ্যবিধি মানতে সারা দেশে টিকা গ্রহন করছে।তাই চট্টগ্রাম সিভিল সার্জন এর ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম পুলিশ কমিশনারের সহযোগিতায় আমাদের ৬টি পয়েন্টে টিকাদান কমসুচি শুরু হয়েছে।হাটহাজারী যেহেতু রাঙ্গামাটি,খাগড়াছড়ি,ফটিকছড়ি,রাউজানের জংশন সেহেতু এ জংশনটির পরিবেশ পরিস্থিতি ভাল থাকায় স্বাস্থ্যকর্মীরা আমাদের শ্রমিকদেন টিকা প্রদান করছেন। এ জংশনে ৫শত জন শ্রমিক টিকা গ্রহনের আওতায় আসবে।পর্যায়ক্রমে নগরীর কদমতলী, বহদ্দারহাট, শুভ পুর,অলংকার সহ ৫টি পয়েন্টে এ টিকা দান কর্মসূচি চলবে।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি সমিতি য়ুগ্ন সম্পাদক ফারুক খাঁন,যুগ্ন সম্পাদক জাফর আলম, চট্টগ্রাম সড়ক পরিবহন সমিতির যুগ্নসম্পাদক মোঃশাহাজাহান প্রমুখ।
এছাড়াও এয়ার মোহাম্মদ, মুন্না,জহিরুল আনোয়ার,আলি হায়দার,মোঃ জসিম,মোঃহারুনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।