কিশোরগঞ্জের নিকলীতে গত শনিবার সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ সিদ্দিক হোসেনের সভাপতিত্বে ক্ষুদে শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন করা হয়। এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলার চেয়ারম্যান আহসান এ.এম রুহুল কুদ্দুছ ভূঞা জনি। প্রয়াত বিচারপতি আমির হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশনের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে একটি করে ব্যাগ, জ্যামিতি বক্স সহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রয়াত বিচারপতির সহ ধর্মিনী শাহিমা চৌধুরী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব দেবনাথ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।