পঞ্চগড়ের বোদা উপজেলার ১ নং ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ ঈদগাঁও ময়দানের সাবেক ইমাম মাওলানা গিয়াজউদ্দীন এর ছোট ছেলে ডক্টর মোঃ জাকির হুসাইন সুইডেনে জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তার জন্মস্থান কালিয়াগঞ্জে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার কালিয়াগঞ্জ দ্বি-মুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বোদা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আজাহার আলী। স্থানীয় বিভিন্ন স্কুল মাদরাসা ও সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সদ্য পিএইচডি ডিগ্রি অর্জন করা ড. মোঃ জাকির হুসাইন। এ সময় ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাথী মোঃ আবুল হোসেন, সফিকুল ইসলাম, মনিরুজ্জামান তানু, কালিয়াগঞ্জ দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দোলোয়ার হোসেন, জোতদেবীকান্ত সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।