পঞ্চগড়ের বোদা উপজেলা বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর সহায়তায় একটি ‘ভিভো ওয়াই-২১’ এন্ড্রোয়েড মোবাইল ফোন বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। গত ২১ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় বোদা বাজার চৌধুরী মার্কেট সোনালী টেলিকম প্রতিষ্ঠানের ওই মোবাইলটি আমিনুল ইসলাম নামে একজন কাষ্টমার লক খুলতে আসে, আমিনুল ইসলাম কে জিজ্ঞাসা করার একপর্যায়ে যানা যায় মোবাইল টি কিছু দিন পূর্বে বোদা-পাঁচপীর রোডে মোবাইটি রাস্তায় পরে থাকা অবস্থায় পাওয়া যায়। শনিবার সন্ধ্যায় মোবাইলটি বোদা থানায় জমা দেওয়ার সময় বোদা থানার এস আই মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে বিসিপিআরটিএ' র সেন্ট্রাল সদস্য মোঃ নুরুজ্জামান সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বিস্তারিত আলোচনা করেন, এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সভাপতি, বোদা উপজেলা সভাপতি সহ অনেকে, থানার এস আই আবু বক্কর ছিদ্দিক এই উদ্বেগ কে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।