রাঙ্গামাটিতে ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি মহিলা কলেজ প্রাঙ্গনে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছলিম উল্লাহ সেলিমের ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান সাজু, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর জোসনা বেগম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মুন্না প্রমূখ।
এসময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে রাঙ্গামাটি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছলিম উল্লাহ সেলিমের ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই আমরা প্রতিটি মানুষ যদি একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়াই তাহলে অসহায় হতদরিদ্র মানুষরা শীতে কষ্ট পাবে না। তাই সমাজের সামর্থ্যবান মানুষ নিজেদের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে মানুষ একটু হলেও উষ্ণতা পাবে।
অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।