দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ দুই নারীর মরদেহ উদ্ধার করে দিনাজজপুর জেলা মর্গে প্রেরন করেছে। ঘোড়াঘাট উপজেলার কালুপাড়ার শ্রী অন্তর্দেব এর সদ্য বিবাহীত স্ত্রী সুজাতা রানীর (২০) মরদেহ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। মাত্র ১মাস ৩দিন হলো তাদের বিবাহ হয়। অপরদিকে একই দিনে উপজেলার বৈদর গ্রামের আঃ হাকিম এর স্ত্রী খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ। জানা যায়,পারিবারিক কলহের জেরে সে বিষ পান করে। বৃহস্পতিবার ঘটনাস্থল পদির্শন করেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র এ,এস,পি শরিফ আল-রাজি। ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবীর জানান, এখনও কোন পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি, তবে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। ময়না তদন্তের জন্য মরদেহ দুইটি দিনাজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ব্যপারে পৃথক ২টি মামলার প্রস্তুতি চলছে।