দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি বুধবার রাণীরবন্দরের সানলাইট স্কুলে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ড. ডা. সাব্বির হায়দার। টিকাদান কর্মসূচীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ¦ মো. জিয়াউল ইসলাম, সানলাইট স্কুলের কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ¦ আবদুল খালেক, সম্পাদক এবিএম সামসুল বারী, অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু নন্দীশ্বর দাস, আলোকডিহি জে, বি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মমিনুল হক মানিক উপস্থিত ছিলেন।
গতকাল ২০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে সানলাইট স্কুলে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। আনন্দঘন পরিবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সানন্দে টিকা নিচ্ছেন। সকাল থেকে সানলাইট স্কুলের ভ্যাকসিন ক্যাম্পে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। টিকা ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের টিকা নিতে দেখা যায়।
সানলাইট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আল মাহমুদ মুন বলেন-‘টিকা নিতে এসেছি। এতদি অপেক্ষায় ছিলাম, কখন টিকা নেব। আজ সেই আশা পূরণ হয়েছে।’
আরেক ছাত্রী জানান-‘টিকা নেয়ার পর নিজেকে সুরক্ষিত মনে হচ্ছে। এতদিন বড়রা টিকা নিয়েছেন। এখন আমরাও নিলাম। এরপর থেকে স্কুল কিংবা বাইরে যেতে আর ভয় করবে না।’
অভিভাবক আব্দুল্যাহ হিল বাকী জানান-‘এখন নতুন করে অমিক্রণের সংক্রমণ শুরু হয়েছে। তাই মেয়েকে টিকা দিতে পেরে ভালো লাগছে। সন্তানদের টিকা দিতে পেরে অভিভাবকেরাও সন্তুষ্টি প্রকাশ করেন।’
উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ড. ডা. সাব্বির হায়দার জানান, সানলাইট স্কুলের ভ্যানুতে সকাল থেকে টিকাদান শুরু হয়েছে। ২০ জানুয়ারি বৃহস্পতিবারসহ দুইদিনে ১২টি স্কুলের সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। এ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্বেচ্ছাসেবীরা যতœসহকারে এবং নিয়মানুবর্তীতার মধ্যে টিকাদান কর্মসূচি পালন করেন।