জামালপুর পৌরসভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে জামালপুর পৌরসভার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ¦ মির্জা আজম, এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ¦ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সদস্য নারায়ণ চন্দ পাল রানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মালেক সহ জামালপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ,জামালপুর পৌরভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ¦ মির্জা আজম এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে থাকে। শুধু জামালপুর পৌরসভা নয় এ জেলার প্রতিটি অসহায়, খেটে খাওয়া মানুষের কল্যাণে বিভিন্ন জনপপ্রতিনিধিদের মাধ্যমে এ সরকার সহযোগিতা করে যাচ্ছে। যতদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ শান্তিতে থাকবে।
শীতবস্ত্র হাতে পেয়ে অনেকই অত্যান্ত খুশি হয়েছেন। এজন্য আমাদের পক্ষ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।