আলোচনা,দোয়া,কেক কাটা ও অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে পালিত হলো দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার দুপুরে হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া,কেক কাটা ও অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুল আজিজ,প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় অন্যান্যের মধ্যে হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম সুইট, প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ প্রেসক্লাবের সকল সদস্যগণ।
আলোনা সভা শেষে ৫০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।