কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর হইতে আগরপুর পর্যন্ত (বাজিতপুরের অংশ) সড়ক পনর্বাসন নির্মাণ কাজের উদ্বোধন করেন, বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিন। এই রাস্তাটি উন্নয়নের জন্য মমিনুল ট্রেডার্স কাজটি করছেন। এর উন্নয়ন কাজের প্রাক্কলিত ব্যয় হবে ৩ কোটি ৬১ লক্ষ টাকা। জানাযায়, বাজিতপুর ডাকবাংলা হইতে আগরপুর পর্যন্ত দীর্ঘদিন যাবৎ রাস্তাটি খানাখন্দ অবস্থায় ছিল। এখন থেকে এই খানাখন্দ অবস্থাটি জনগণ বিভিন্ন যান চলাচলে সুবিধা হবে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে।