রংপুরের পীরগাছায় উপজেলার ২২ হাজার ৫০০ সচল নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি নির্ণয়ের লক্ষে উপজেলা অবহিতকরণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও সেতু রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসআরডিএস) এর বাস্তবায়নে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো: সনোয়ার মোর্শেদ, সেতু রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসআরডিএস) এর সিনিয়র ট্রেনিং অফিসার জহুরুল হক, ফাইনেন্স ডিরেক্টর আবদুল হালিম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, আবদুস সালাম আজাদ জুয়েল, নুর আলম মিয়া, বজলুর রশিদ মুকুল প্রমুখ। সভায় পীরগাছায় উপজেলার ৯টি ইউনিয়নের ২২ হাজার ৫০০ সচল নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি নির্ণয়ের জন্য ইউনিয়ন ভিত্তিক ৬ জন করে ৫৪ জন ফিল্ড টেষ্টার নিয়োগের বিষয়ে আলোচনা করা হয় এবং দ্রুত চেয়ারম্যানদের তালিকা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানগণ অংশ নেন।