দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (এপি) এর উদ্যোগে ৪৫০ জন দুঃস্থ শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে।
১৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি'র ম্যানাজার ম্যানুয়েল হাসদা,বীরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ আল হাবীবসহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।