পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আলিম বাজারের গ্রামীন ফোন টাওয়ারের আইপিএস এর ব্যাটারী চুরির সময় গত রোববার গভীর রাতে ৪ জন চোরকে আটক করেছে বোদা থানার পুলিশ। ্এ সময় মাইক্রোবাস সহ ২ চোর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত চোররা হলেন লিটন(৩২), পিতা মৃত তছিরউদ্দীন আহম্মদ, এসএম লাবলু(৪০), পিতা-মৃত, এসএম সামসুল হক, আবু সাইয়িদ (২৮), পিতা- আবদুর রউফ সিকদার, আলমাছ ফরাজী (২৫),পিতা- শাহাজল ফরাজী, সকলের জেলা রাজবারি ও ভোলা। থানা সুত্রে জানা যায়, এই চক্রটি মাইক্রোবাস যোগে বিভিন্ন জেলায় সু-কৌশলে গ্রামীণ ফোনের টাওয়ারের আইপিএস ব্যাটারি চুরি করে বাজারে বিক্রি করতো। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী ৪ জন চোরের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।