কুমিল্লার হোমনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে মোট ৯৬ জন সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য শপথ নিয়েছেন। এদের মধ্যে ২৪ জন সংরক্ষিত নারী ও ৭২ জন সাধারণ সদস্য রয়েছেন। জনকীর্ণ পরিবেশে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।
চান্দেরচর ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রে পুনঃনির্বাচন হওয়ায় এর সদস্যদের শপথপাঠ পরে অনুষ্ঠিত হবে। 
শপথপাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন প্রমুখ। এ ছাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।