কুড়িগ্রামের উলিপুরে গ্রাম পুলিশ ও নৈশ প্রহরীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উলিপুর থানা চত্বরে বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে উপজেলার ১৩টি ইউনিয়নের
২০০ জন গ্রাম পুলিশ ও নৈশ প্রহরীদের মাঝে একটি করে শীতের পোশাক বিতরণ করা হয়। এ সময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ধামশ্রেনী ইউনিয়নের গ্রাম পুলিশ আমজাদ হোসেনকে নগদ দুই হাজার টাকা পুরুস্কৃত করা হয়। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আল মাহমুদ হাসান, ওসি ইমতিয়াজ কবির, ওসি তদন্ত রুহুল আমিন, উপ পরিদর্শ (এস আই) মশিউর রহমান প্রমূখ।