রংপুরের পীরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় চত্ত্বরের জমি দখল করে স্থায়ী স্থাপনা তৈরির চেষ্টায় করায় সরকারি ভাবে বাধা দেয়ার ফলে সহকারি ককিশনারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে স্থানীয় একটি পরিবার। সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম জানান- বেশ কিছুদিন ধরে সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় চত্ত্বরের ৩ শতাংশ জমি স্থানীয় একটি পরিবারের সদস্য কাজী হামিদ আলী ও সিমতান্নাহার বেগম যৌথ ভাবে অবৈধ পন্থায় দখল পুর্বক অস্থায়ী স্থাপনা তৈরীপুর্বক ভোগ করে আসছিল। বর্তমান মাঠ রেকর্ডসহ অন্যান্য কাগজপত্র সূত্রে জানা যায়- ওই জমি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয় ? এটি সম্পুর্ন সরকারি সম্পত্তি। ওই সরকারি সম্পত্তি উদ্ধারে সহকারি কমিশনার (ভূমি) ওই অবৈধ দখলদারকে বাঁধা দিলে তিনি সহকারী কমিশনার (ভূমি’র) বিরুদ্ধে গত ১০ নভেম্বর/২১ইং তারিখে রংপুরের বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালতে সিমতান্নাহার বেগম বাদী হয়ে কমিশনারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের দাবি করে একটি মামলা আনায়ন করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান- তার চত্ত্বরে স্থায়ী অবৈধ স্থাপনা তৈরীর সময় তিনি ওই দখলদারকে তার প্রয়োজনীয় কাগজপত্র সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দখিল ও প্রদর্শনের নির্দেশ প্রদান করলে দখলদার পক্ষ তাদের জমির প্রকৃত মালিকানাসহ দলিল, দলিল সম্পাদনের তারিখ ও রেকর্ড সমূহের কোন তথ্যই উপস্থাপন ও প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তিনি অবৈধ স্থায়ী স্থাপনা বন্ধে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা শত্বেও অবৈধ দখলদার পক্ষ অফিস বন্ধের দিনসহ রাতের আঁধারে স্থাপনার কাজ চালিয়ে যাচ্ছে। ভূমি কার্যালয়ের তথ্য মতে অবৈধ দখলদারদের দলিলে যে সকল তথ্য রয়েছে সে মোতাবেক জমি মূলত পীরগঞ্জ মৌজায় নয়, ওই জমির রেকর্ড যাচাই করে দেখা যায় তা উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পতিœচড়া মৌজার। অথচ সি.এস- ৯৫ মোতাবেক দখলকৃত জমিটির মালিক দেখা যায়- গ্যানেন্দ্র নাথ, হরেন্দ্রনাথ ও সচিন্দ্রনাথ চক্রবর্তি। তারা বিগত ১৯৪৮ সালের পর ভারতে চলে যান। ফলে বিধি মোতাবেক ওই জমি সরকারের খতিয়ান ভুক্ত হয়েছে। এ সকল বিষয় পর্যালোচনা পুর্বক সহকারি কমিশনার অবৈধ দখলদারকে জায়গাটির দখল ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া শর্তেও ওই নির্দেশনা উপেক্ষা করে ওই স্থানে জোর পুর্বক ৫ তলা ভবনের ভিত্তি স্থাপন করে রাতারাতি কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরকারের দাপ্তরিক নিয়ম নীতি মোতাবেক ওই কাজে বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে অবৈধ দখলদার কাজী হামিদ আলী ও সিমতান্নাহার বেগম এর সাথে কথা হলে তারা বলেন- আমরা ওই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি আমাদের কাগজপত্র রয়েছে। অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) খায়রুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন- আমি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা। সরকারের সম্পদ রক্ষাসহ সর্ব সাধারনের জমাজমির স্বার্থ রক্ষাই আমার কাজ। যিনি আমার বিরুদ্ধে মামলা করেছেন তিনি সঠিক কাজ করেননি। আদালতেই এ-সংক্রান্ত সঠিক জবাব দাখিল করা হবে। তাদের অবৈধ নির্মিত স্থাপনা দু’দিন আগে কিংবা পরে অবশ্যই সরকারিভাবে ভেঙ্গে ফেলার আওতায় আসবে।