দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ষষ্ঠ ও নবম শ্রেনির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ, ওরিয়েন্টেশন এবং অভিভাবক দিবস করা হয়েছে। রোববার দুপুরে কলেজ হলরুমে বই বিতরণ, ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের লাল গোলাপ ফুল দিয়ে বরন করা হয়।
পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অধ্যক্ষ প্রকৌশলী আহছান হাবীব বলেন- প্রধানমন্ত্রীরও পরিকল্পনা দেশের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলা। পড়ালেখা করার মাধ্যমে মেধাবি দক্ষ হতে হবে। তবেই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান স্বার্থক হবে। পরে, কলেজ অধ্যক্ষ দুপুরে ষষ্ঠ শ্রেনি ও বিকালে নবম শ্রেনির শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করেন।