রংপুরে মানবাধিকারের আড়ালে মাদক ব্যবসা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
রোববার দুপুরে রংপুর মহানগরীর আলমনগর ঠিকাদার পাড়ার পুরাতন বিআরটিসি’র বাস কাউন্টার মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকাবাসী সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মাদক বন্ধে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রংপুরের একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসি হাসান আলী, মেরাজ আহম্মেদ ও এজাজ আহমেদ ওরফে রমজান সাংবাদিকতা ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসি কর্মকা- এবং অপকর্ম করে আসছেন। এছাড়াও তারা কৌশলে নগরীর ঠিকাদার পাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে জমজমাট মাদকের ব্যবসা গড়ে তুলেছেন। এলাকায় তারা প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছেন। এছাড়াও হয়রানিমূলক মামলাসহ সন্ত্রাসি বাহিনী দিয়ে দেওয়া হচ্ছে হত্যার হুমকি। ফলে মাদকের ভয়াবহতার কারণে এলাকার যুব সমাজ আজ ধ্বংসের পথে। সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদেরকে হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসানো হয়। শান্তিকামী নিরীহ ব্যবসায়ী ও এলাকাবাসী কেউ তাদের নির্যাতনের থাবা থেকে নিস্তার পায়নি। তাই এর থেকে পরিত্রাণের জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসি। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে পরবর্তীতে আরও ৭ দিনের আল্টিমেটাম ঘোষণা করেন তারা। এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, সাবেক কাউন্সিলর আকরাম হোসেন, ভোক্তভোগি এনামুল হক, হাফিজ আহমেদ ছুট্টু, ঠিকাদার পাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আবুবক্কও সিদ্দিক রঞ্জু, সহ-সভাপতি মানিক সরকার, শাহরিয়ার হোসেন বিদ্যু, ফরিদ শেখ, শাহ আলম ও ডা. এলাহি বক্স প্রমুখ।