দিনাজপুরের চিরিরবন্দরে ডালিয়া ক্যানেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত ১৫ জানুয়ারি শনিবার বিকেল আনুমানিক ৩টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট সংলগ্ন ডালিয়া ক্যানেলের পানির নিচে কচুরিপানা দিয়ে ঢাকাবস্থায় ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজনের প্রাপ্ত খবরের সূত্র ধরে পুলিশ ওই স্থান থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুর রহিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং ১৭। তারিখ: ১৫/০১.২০২২ইং।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের ও সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হোসেন আলীর স্ত্রী তাহেরা বেগম ও ছোটছেলে খায়রুল ইসলাম এবং একই এলাকার আবদুর রহমানের ছেলে মোখলেছুর রহমান মোখলেছ।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই তাজুল ইসলাম রোববার বিকেল ৪ টায় জানান, মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে তার প্রকৃত পরিচয় বের করা হয়েছে। সে পঞ্চগড় জেলার সদর উপজেলার চাঁনপাড়ার মফিজ উদ্দিনের ছেলে মোঃ আবদুর রহিম (৪০)। সে পেশায় বাস শ্রমিক। বেশ কিছুদিন যাবত বাসে ডিউটি না করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। আটককৃতদের ১৬১ ধারায় জবানবন্দির জন্য বিজ্ঞ আদালতে নেয়া হয়েছে।