বরগুনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী নিয়ম নীতি ভঙ্গ করে নির্ধারিত সময়ের আগেই প্রতিদিন স্কুল ছুটিসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়মের কারণে প্রধান শিক্ষকের উপর দীর্ঘদিন থেকে ক্ষিপ্ত শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।
করনাকালীন সময়ে সরকারী পরিপত্রানুযায়ী শনিবার সকাল ৯ টায় চতুর্থ দুপুর ১ টায় পঞ্চম, রোববার সকাল ৯ টায় তৃতীয় দুপুর ১ টায় পঞ্চম, সোমবার সকাল ৯ টায় ২ য় দুপুর ১ টায় পঞ্চম, মঙ্গলবার সকাল ৯ টায় প্রথম দুপুর ১ টায় পঞ্চম, বুধবার সকাল ৯ টায় চতুর্থ দুপুর ১ টায় পঞ্চম, এবং বৃহস্পতিবার সকাল ৯ টায় তৃতীয় দুপুর ১ টায় পঞ্চম শ্রেণীর ক্লাস চলবে। এমন নিয়ম থাকলেও প্রধান শিক্ষক প্রতিদিন দুপুর ১ টার মধ্যে ক্লাস ছুটি দেন বলে এমন অভিযোগ আছে।
জানা যায়, প্রধান শিক্ষক হাসিনা বেগম বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নাপিতখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে নানা অনিয়মের জন্য আয়লাপাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শাস্তিমূলক বদলি হন। কিন্তু বর্তমান বিদ্যালয়ে ও তিনি একের পর এক অনিয়ম করে যাচ্ছেন বলে এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।
সরকারী নিয়মানুযায়ী বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্কুল চলার কথা থাকলেও গত বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) সরেজমিনে দেখা যায় দুপুর পৌনে ১ টায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। পার্শ্ববর্তী শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞেস করলে তারা বলেন, স্কুলতো সেই সকাল ১১ টায় ছুটি হয়েছে। বিদ্যালয় পার্শ্ববর্তী চতুর্থ শ্রেণীর খুশি ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেঘার কাছ থেকে জানা যায়, প্রতিদিন দুুপুরের আজানের সময় আমাদের স্কুল ছুটি হয়ে যায়। আজ ছুটি হয়েছে সকাল ১১ টায় এবং স্কুলে উপস্থিত ছিলেন শুধু প্রধান শিক্ষক হাসিনা ম্যাডাম।
ওই এলাকার আনোয়ার হোসেন বলেন, এই স্কুলের দিন এভাবেই যায়। ৮ টায় আসে আর ১০ টা ১১ টায় স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান। গত মঙ্গলবার ১১ তারিখ আমি স্কুলে এসে শুধু প্রধান শিক্ষককে উপস্থিত দেখি। আমি সহকারী শিক্ষক জব্বারকে কল দিলে, জব্বার বলেন, আমি বাড়িতে আছি জোমাত খেতে যাবো। এভাবেই দীর্ঘদিন থেকে নানা অনিয়মের মধ্যদিয়ে এই স্কুলটা চলছে।
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটির সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন, এটা আমার ভুল হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুপুর ১ টায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে থাকতে চায়না বিধায় তাদের ছুটি দিয়ে দেই।
মুঠোফোনে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান বলেন, আমি এখনই সহকারী শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।