বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির ৯ম সম্মেলন সমাপ্ত হয়েছে। শুক্রবার রাত ৮টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ২০ সদস্যের জেলা কমিটি এবং ৯ সদস্যের সম্পাদকমন্ডলী ঘোষণার মধ্যদিয়ে সম্মেলন সমাপ্ত হয়। এতে মিহির ঘোষ সভাপতি, মোস্তাফিজুর রহমান মুকুল সাধারণ সম্পাদক এবং এ্যাড. মুরাদ জামান রব্বানী সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ওয়াজিউর রহমান রাফেল, এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, গোলাম রব্বানী মুসা, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, শাহানা বিন্তে আজিজ মিতা, জাহাঙ্গীর আলম, আসোয়াদ আলী, তপন কুমার বর্মণ, আব্দুল্যাহ আদিল নান্নু, তাজুল ইসলাম, সন্তোষ বর্মণ, মশিউর রহমান মইশাল, যজ্ঞেশ্বর বর্মণ, অশোক আগরওয়ালা, মাহাবুব কাজী, প্রদ্বীপ বর্মণ। এ ছাড়া গোলাম রব্বানী মুসা, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, শাহানা বিন্তে আজিজ মিতা, জাহাঙ্গীর আলম, আসোয়াদ আলী সম্পাদকমন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন। সম্মেলনের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে আগামী দ্বাদশ কংগ্রেসের ১৫জন প্রতিনিধি নির্বাচিত হন। তারা হলেন- মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদ জামান রব্বানী, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, শাহানা বিন্তে আজিজ মিতা, জাহাঙ্গীর আলম, অশোক আগরওয়ালা, আব্দুল্যাহ আদিল নান্নু, ফজলুর রহমান, আল-মামুন মোবারক, এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, প্রদীপ বর্মণ, গণেশ মুরমু, রানু সরকার।
সকালে ১৫১জন প্রতিনিধি ও ১০জন পর্যবেক্ষকদের উপস্থিতিতে সকাল ১১টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন। উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য নারী নেত্রী মনিরা বেগম অনু। সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, আয়-ব্যয়ের রিপোর্ট, নির্বাচন ৪টি পর্বে সভাপতিত্ব করেন ওয়াজিউর রহমান রাফেল, এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, মিহির ঘোষ, হাজী একরাম হোসেন বাদল। সঞ্চাচলনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।