হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রাম থেকে গাছে ঝুলন্ত সানাউল হক নিরু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার আবদুল মমিন মাষ্টারের ছেলে। শুক্রবার সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই বাবুল চৌধুরী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান-বৃহস্পতিবার সানাউল হক নিরুর মা ও বাবা চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যায়। বাড়ীতে সে একাই ছিল। শুক্রবার সকালে প্রতিবেশীরা বাড়ীর পাশে একটি গাছে নিরুর লাশ গাছে ঝুলতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।
থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। তবে কিভাবে বা কেন সে মারা গেছে তা এখন জানা যায়নি। তদন্ত চলছে।