লাখো মানুষের উপস্থিতিতে মাগুরার মহম্মদপুরে দক্ষিন পশ্চিমাঞ্চলের সর্ব বৃহত শতবর্শী গ্রামীন মেলা ও ঘৌড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
করোনা বিধি নিষেধ উপেক্ষা করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগীতা বুধবার বিকালে বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হলেও এ উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।
প্রায় দুই কিলোমিটার জায়গা নিয়ে মেলায় নিত্যপন্যসহ বিনোদনের নাগর দোলা, নৌকাসহ যাবতীয় খেলনা ও রকমারী কয়েক হাজার খাবার স্টল মেলাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। মেলায় যশোর, নড়াইল, ফরিদপুর, ঝিনাইদহসহ মাগুরার প্রতিটি গ্রামের সববয়সি নারী-পুরুষ ও শিশুদের মিলন মেলায় পরিনত হয় এই মেলা। প্রতি বছর বাংলা ২৮ পৌষ এ মেলাকে ঘিরে লাখো মানুষের ভিড় লক্ষ করা যায়।