ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পলিটেকনিক ইন্সটিটিউটের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখ, মো: আমিনুর রহমান খান, মো: রেজাউল করিম, মো: আনোয়ার হোসেনসহ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ।
এদিকে সকাল ১১ টায় ফরিদপুরের সিভিল সার্জন ডা: মো: সিদ্দিকুর রহমান টিকা কেন্দ্র পরিদর্শন করেন।
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখ জানান, করোনা প্রতিশেধক হিসাবে প্রায় ৪হাজার শিক্ষার্থীকে অ্যাস্ট্রোজেনেকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। এ কার্যক্রম আগামী রোববার পর্যন্ত চলবে।