দিনাজপুরের ফুলবাড়ীর শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের কথা শেখানোর আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলের স্থায়ী ভবনের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে স্থায়ী ভবনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বুধবার সকাল ১০ টায় স্কুল চত্বরে আয়োজিত স্কুলের স্থায়ী ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বাবু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আবদুল কুদ্দুস, প্রবীন শিক্ষক নাজিম উদ্দিন ম-ল, সহকারি অধ্যাপক সাদেকুল ইসলাম, সহকারি অধ্যাপক মাসুমা পারভিন, প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিসেস শিরিন আক্তার, প্রধান শিক্ষক শবনম মোস্তারী প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।