দিনাজপুরের ফুলবাড়ীতে ২৫ জন দুস্থ অসহায় ব্যক্তির মাঝে বুধবার দুপুর সাড়ে ১২ টায় এক লাখ ২৩ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান তাঁর ঐচ্ছিক তহবিল থেকে এক লাখ ২৩ হাজার টাকা অর্থ সহায়তা হিসেবে প্রদান করেন।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু প্রমুখ।