দিনাজপুরে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। বাড়ছে অসহায় ও শীতার্ত মানুষের দূর্ভোগ। আর শীতার্তদের কষ্ট লাঘবে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ এর এডমিন মোসলেহা মলী।
বুধবার সকালে দিনাজপুরের কাহারোলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন স্থানে এসব কম্বল বিতরন করা হয়। এ সময় শীতবস্ত্র বিতরনকালে দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ এর এডমিন মোসলেহা মলী বলেন শীতের তীব্রতায় মানুষের দূর্ভোগ বাড়ায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষগুলোকে একটু স্বস্থি দিতে এই কম্বল বিতরন। গ্রুপের পক্ষ থেকে সর্বদা সহযোগিতা বজায় রাখা হবে জানান মলি।
শীতবস্ত্র বিতরনকালে দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের সাধারণ সম্পাদক অমিত সাহা, সাংগঠনিক সম্পাদক হাফিজা পারভীন শিমু, সহ-সম্পাদক আতিকা মনোয়ার আঁচল, সদস্য আল বানী ইসরাইল বৃষ্টি, শিম্মি, মরজিনা আলম, অংকিতা, বুবলী, সুবর্ণা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।