সকল চাকুরীতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি ,নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও জালিায়াতি বন্ধসহ ৪ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ও চাকুরী প্রত্যাশী যুব প্রজন্ম দিনাজপুর জেলা শাখা।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ও চাকুরী প্রত্যাশী যুব প্রজন্ম দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
৪ দফ দাবীর মধ্যে রয়েছে, সকল চাকুরীতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি, প্রশ্ন ফাঁস ও নিয়োগ দূর্নীতি বন্ধ, নিয়োগ পরিক্ষার (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বর ফলাফল প্রকাশ, চাকুরীতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০/- এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরিক্ষার ব্যবস্থা করতে হবে।
এদিকে, মানববন্ধন চলাকালীন ছাত্র ও চাকুরী প্রত্যাশীরা দাবী জানান, জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রঙ্গাপনের মাধ্যমে প্রহসনমুলক বয়স ছাড়ের প্রজ্ঞাপন বৈষম্যমুলক। এ সময় সমাবেশে চাকুরীতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করাসহ ৪ দফা বাস্তবায়নে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী ওমর ফারুক, জেলা সমন্বয়কারী সমন্বয়কারী যথাক্রমে দিলীপ কুমার পলু, বাধন, সাগর হোসেন, ফরিদ হোসেন, রাসেল রানা, লিটন রায়, হারুন অর রশীদ প্রমুখ।