দিনাজপুরের পার্বতীপুরে আদিবাসী পল্লীতে প্রতিবন্ধী ও দলিত দরিদ্র মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জনতা ব্যাংক লিমিটেড এবং দেশের বিভিন্ন স্থানে পার্বতীপুরের অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মরত কর্মকর্তাদের সংগঠন ঢাকাস্থ “পার্বতীপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন” উদ্যোগে পৌরসভা, উপজেলার মোমিনপুর, মোস্তফাপুর ও হরিরামপুর ইউনিয়নের লক্ষী হোসেনপুর আদিবাসী গ্রামে এসব কম্বল বিতরন করেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এটিএম তারিকুল আলম ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।