পার্বতীপুরের রিপা রানী পুজা‘র ধর্ষন ও যৌন সহিংসতা মামলার রায়ে আদালতের প্রতি শ্রদ্ধা ও সন্তোষ্টি জ্ঞাপন এবং উচ্চ আদালতে কাছে এই রায় বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লী শ্রী দিনাজপুর।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গনে পল্লী শ্রী দিনাজপুরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের নির্বাহী পারিচালক শামীম আরা বেগম। তিনি বলেন, এই মামলার শুরু থেকে রায় হওয়া অবধি পল্লী শ্রী ফলোআপ করে আসছিলো এবং ভিকটিম পুজা ও তার বাবা মাকে কাউন্সিলিংসহ মামলা সংক্রান্ত সকল বিষয়ে সহযোগীতা প্রদান করেছে। দীর্ঘ ৬ বছর পর ধর্ষন ও পাশবিক নির্যাতনের দায়ে আসামি সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০হাজার টাকা জরিামানার রায় দিয়েছেন দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহম্মেদ।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই প্রতিবন্ধকতা থাকলেও সকলের সহযোগিতার কারনেই সন্তোষজনক রায় হয়েছে। দিনাজপুর আদালতের এই রায়ের প্রতি আমরা শ্রদ্ধা ও সন্তুষ্টি জ্ঞাপন করছি, সেই সাথে আগামী ভবিষতে উচ্চ আদালতে এই রায়ই যেন বহাল রাখা হয় তার দাবী রাখছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পল্লী শ্রী‘র ম্যানেজার জেন্ডার এ- জাস্টিস ট্রেনিং সামসুন নাহার, প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, এইস আর ইনচার্জ শামীমা বেগম পপি ও সৈয়দ মোস্তফা কামাল প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১৬সালের ১৮অক্টোবর দুপুরে খেলতে বাইরে গেলে নিখোঁজ হয় পার্বতীপুর উপজেলার পাঁচ বছর বয়সী ওই শিশু। অনেক খোঁজ করেও না পেয়ে রাতে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই শিশুর বাবা। পরের দিন সকালে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী হলদি ক্ষেত থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০অক্টোবর রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা পার্বতীপুর থানায় একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও আফজাল হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ২৪অক্টোবর সন্ধ্যায় আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এদিকে ওইদিন সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে স্থানান্তর করা হয়।