পঞ্চগড়ের বোদায় সরিষা চাষের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার ক্ষেত গুলো সরিষা ফুলের হলুদ রঙ্গে অপরুপ শোভা ধারণ করেছে। পাশাপাশি কৃষকের চোখে মুখে আনন্দের হাসি শোভা পাচ্ছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬শত ৫০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ হয়েছে। এ উপজেলার কৃষকরা অনেকে সরিষা চাষ করে পরবর্তীতে সেই জমিতে বোরো ধান ও বাদাম চাষ করবেন। সরিষা চাষে সার কম লাগে, সরিষা ক্ষেতে তেমন আগাছা থাকে না। অল্প পরিশ্রমে কৃষকরা বেশি লাভবান হয় বলে অনেক কৃষক এখন সরিষা চাষ করছেন। তাছাড়া বাজারে আগের চেয়ে সরিষার দাম বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি অফিস হতে কৃষি প্রনোদনা হিসেবে কৃষকরা বিনা মুল্যে সরিষার বীজ ও সার পেয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, রবি মৌসুমে সব রকম ফসলের পাশাপাশি এখন সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। অল্প খরচে কৃষকরা বেশি লাভের আশায় সরিষা চাষ করছেন। সরিষা শীত কালী ফসল হওয়ায় আবহাওয়া অনুকুলে থাকায় সরিষা চাষের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।