ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় দিনাজপুরের বীরগঞ্জে গাভী পালন, গরু হৃষ্টপুষ্ট করণ ও ছাগল পালনের লক্ষ্যে ১১টি ইউনিয়নের সুফলভোগী ৩৩জন খামারীর মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা কার্যালয়ে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোঃ ওসমান গনির সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. কাজী দিলশাদ মোস্তারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আলতাব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল কাদের প্রমুখ।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোঃ ওসমান গনি জানান, সুফলভোগী প্রত্যেক সদস্যের মাঝে ক্যাটাগরি অনুযায়ী প্রদর্শনী হিসেবে দানাদার খাবার, ভিটামিন মিনারেল প্রিমিক্স, কৃমি নাষক, সাইনবোর্ড ও নিবন্ধন, গমের ভূষি ও খৈল এবং কাঠের মাচা বিতরণ করা হয়।