দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সোমবার সন্ধায় ঘোড়াঘাট থানা প্রেসক্লাব কার্যলয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘোড়াঘাট পৌরশাখার উদ্দোগে র্যালী,আলোচনা সভা ও কেক কর্তন করা হয়। কমিশনের সভাপতি মোখলেছুর রহমান সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক শাহিনুর রহমান চৌধুরী,সহ-সভাপতি অধ্যক্ষ ড. মীর আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক কাজী নাসির মঈদ,সাংগঠনিক সম্পাদক আবু বককর সিদ্দিক,আইন বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী,অর্থ সম্পাদক শাহ আলম,দপ্তর সম্পাদক জালাল খান বকুল,মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা,কার্যকরী সদস্য শাহাদত হোসেন,আনোয়ার হোসেন ও ওবায়দুল ইসলাম। র্যালী শেষে প্রধান অতিথি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।