চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ৯ জানুয়ারী রোববার দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলায় ও কুমিল্লায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃদের বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগে জানা যায়, রোববার দুপুরে দশম শ্রেনীতে পড়-য়া ওই শিক্ষার্থী স্কুল থেকে তার বাড়ীতে যাওয়ার পথে অভিযুক্ত কথিত যুবলীগ নেতা শিমুল মিজি (২৪), তার দুই বন্ধু ইজাজা হোসেন (২৩) ও সাব্বির হোসেন (২৪) ওই শিক্ষার্থীকে জোর পূর্বক তুলে নিয়ে জনৈক লিপি বেগমের বাড়ীতে নিয়ে লিপি বেগমের সহায়তায় ধর্ষন করে, এ সময় ধর্ষনকারীরা ওই ধর্ষণের ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে জানালে তার মা বাদী হয়ে ঘটনার দিনই ফরিদগঞ্জ থানায় বিচার প্রার্থনা করে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগটির সত্যতা নিশ্চিত করে ধর্ষন ও পর্ণগ্রাফি আইনে মামলা রুজু করে থানা পুলিশ রাতেই ওসির নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহার মিয়ার নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ও কুমিল্লায় গোপণ সংবাদের ভিত্তিতে আরেকটি অভিযান পরিচালনা করে আসামীদের আটক করতে সক্ষম হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। অপর একজন পলাতক রয়েছে, তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। আটকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।