কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভাটি প্রায় ১৪০ বছরের পৌরসভা। এই পৌরসভাটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছে দীর্ঘদিন আগে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আফজাল হোসেনের ছোট ভাই আনোয়ার আশরাফ প্রথম মেয়াদ ৫ বছর শেষ করার পর দ্বিতীয় মেয়াদে ১ বছর পেরিয়ে গেছে। বাজিতপুর পৌরসভার রাস্তা উন্নয়ন অলিতে গলিতে প্রায় একশত কোটি কাজ এ পর্যন্ত করে যাচ্ছেন। চলমান রয়েছে প্রায় ২০-২৫ কোটি টাকার কাজ। পৌরসভার বাড়ির পানির লাইন গুলি আরো সচল করার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ড্রেনের পরিস্কারের জন্য প্রায় অর্ধশত পরিচ্ছন্নতা কর্মীরা রাত-দিন পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। বেতন যদিও তাদের অন্যান্য পৌরসভার তুলনায় কম, তথাপি পরিচ্ছন্নতা কর্মীরা মেয়র ও স্থানীয় এমপির আশ^াসে তারা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে বাজিতপুর পরিচ্ছন্নতা কর্মীদের শতাধিক বছরের পৌরসভা হলেও তাদের কোন কলনী নেই। তারা খুব কষ্টে দিন যাপন করছেন। গত প্রায় দুই বছর হয়েছে, করোনা চলছে। এর মধ্যেও তারা ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন। বাজিতপুর পৌরসভার দ্বিতীয় মেয়াদের মেয়র আনোয়ার হোসেন আশরাফ এ প্রতিবেদককে বলেন, বাজিতপুর পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে তিনি রূপান্তর না করা পর্যন্ত তার আশা পূরণ হবে না বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই পৌরসভাকে অবশ্যই তিনি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে পরিগণিত করবেন বলে উল্লেখ করেন।