পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারী) সকালে পরিষদের হলরুমে ইউএনও মো: মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান, ওসি(তদন্ত) মো: দুলাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মো: হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ছাইফুল আলম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু জাহেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আঃ কুদ্দুস সহ কমিটির বাকী সদস্যবৃন্দ। সভায় মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, চুরী সহ উপজেলার সার্বিক আইনশৃংখলার ওপর গুরুত্বারোপ করে সময়োপযোগী সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসাথে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেঁষে জেলা পরিষদ কর্তৃক নব নির্মিত মার্কেটের নির্মান কাজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সভাপতি সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।