৯ জানুয়ারি ২০১৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট হাকিমপুর উপজেলা শাখার সভাপতি জামান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন,বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন টুকু,টুব্বগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসাহাক আলী, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি আক্তার,পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক,আলীহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান,সহ আরো অনেকে।