দিনাজপুরের পার্বতীপুরের হলদিবাড়িতে অবস্থিত জিবিকে টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট উদ্বোধন করা হয়। শনিবার বিকেলে ফলক উম্মোচন এবং ফিতা কেটে উদ্বোধন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ ফসিউল্লাহ্।
এ সময় প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে নিজেকে বোঝা নয় সম্পদে পরিনত করতে টেকনিক্যাল ট্রেনিং গ্রহণ করে কর্মযুদ্ধে ঝাপিয়ে পরতে হবে’। তিনি আশা প্রকাশ করেন জিবিকে টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট এই অঞ্চলের বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষনের প্রধান কেন্দ্রে পরিনত হবে। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকেও এটি অনুমোদন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন এমআরএ এর পরিচালক মাজেদুল হক, নুর-ই-আলম মেহেদি, হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্র এর প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন ও উপ-প্রধান নির্বাহী আমিনুল ইসলাম।
উদ্ধোধন শেষে তিনি মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সদস্য ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠির সাংস্কৃতিক গ্রুপ ‘হিহিরি পিপিরি’ এর একটি মনোজ্ঞ উপস্থাপনা উপভোগ করেন। এছাড়াও তিনি ডিজিটাল পদ্ধতিতে ঋণ কালেকশনের জন্য পাইলটিং হিসেবে জিবিকে এর এরিয়া ম্যানেজারদের হাতে স্মার্ট ট্যাব প্রদান করেন। অনুষ্ঠান শেষে তিনি জিবিকে হেরিটেজ ভিলেজ এবং জিবিকে এন্টারপ্রাইজ পরিদর্শন করেন।