বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে রোববার সকাল ১১ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
আদিবাসী নেতা চুন্নু টুডুকে সভাপতি এবং সানজু হাঁসদাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির পঞ্চবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটি নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাজেন মার্ডী, সহ-সাধারণ সম্পাদক সাবিনা টুডু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুরুজ মনি, কোষাধ্যক্ষ রাম টুডু, কার্যনির্বাহী সদস্য সুনিল বাস্কে, সনো টুডু, জোস্না মুর্মু, ঠাকুর কিস্কু, পূর্ণিমা টুডু, শান্তি হাঁসদা ও বাবুলাল মুর্মু।
নির্বাচিত কমিটির সদস্যরা তাদের কমিটির তালিকা ঘোষণাসহ নামের তালিকা জমাদানের জন্য আদিবাসী নারী ও পুরুষের সমন্বয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নিয়ে পৌরশহর প্রদক্ষিণসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে তালিকা জমা দেন।
নির্বাচিত সভাপতি চুন্নু টুডু বলেন, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির পঞ্চবার্ষিক মেয়াদে জন্য গত ২০২১ সালের ৩১ ডিসেম্বর ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার সেই গঠিত কমিটির প্রয়োজনীয় কাগজপত্রসহ কমিটির তালিকা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। সে কারণে আদিবাসী সম্প্রদায়ের লোকজন আনন্দ শোভাযাত্রা নিয়ে সেই কাগজপত্রসহ কমিটি তালিকা দিয়েছেন।