দিনাজপুরের খানসামা উপজেলায় নাসরিন ইসলাম নির্মিত ৫৩মিনিটের প্রামাণ্যচিত্র "স্বাধীনতার ডাকটিকিট" প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও হোসেনপুর ডিগ্রি কলেজের ব্যবস্থাপনায় অত্র কলেজ মাঠে এ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতার ডাকটিকিট প্রকাশ ও প্রচারের অন্যতম অবদানকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় খানসামা থানার ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।