পঞ্চগড়ের বোদায় ৩ গ্রাম হেরোইন সহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রাম হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মেনাগ্রামের মৃত নূর বকস্ সরকারের ছেলে সালাউদ্দিন বাবু (৪০), একই এলাকার আবদুস সামাদের ছেলে আলম ওরফে জামাত (৫০), পাঁচপীর এলাকার নুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮), পাঁচপীর উত্তর মাষানপাড়ার পঞ্চানন রায়ের ছেলে মণি ভূষণ রায় (২৫), রাম গোবিন্দ হিসাবিয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে আবদুল কাদের লিটন (২৮), কাহারগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে বদিউজ্জামান রনি (৩০)। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, গত বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।