চট্টগ্রামের হাটহাজারীতে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম হোসেন পারভেজ (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছ্র্যোব। হাটহাজারী পৌরসভার মধ্যম মিরেরখিল এলাকার একটি ভাড়া বাসা থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার ভুক্তভোগী ধর্ষিতার মা তার দ্বিতীয় স্বামী কর্তৃক মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন র্যাবের কাছে। এই অভিযোগ পেয়ে পারভেজকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় হাটহাজারীর মধ্যম মিরের খিল এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী সৎ বাবার ভাড়া বাসায় বেড়াতে আসেন। এই শিক্ষার্থী তার বাবার (মায়ের প্রথম স্বামী) সঙ্গে থাকেন। সৎ বাবার বাসায় গেলে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়।গত বুধবার সকালে শিক্ষার্থীর মাকে বাসা বের করে দিয়ে পারভেজ তাকে ধর্ষণ করে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে মিরের খিল এলাকার মো.খলিল উদ্দিনের ভাড়া বাসার একতলা ভবন হতে শিক্ষার্থীকে উদ্ধারসহ পারভেজকে আটক করা হয়েছে। ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে পারভেজ। তাকে হাটহাজারীর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।