৫ম ধাপে বুধবার (৫ জানুয়ারী) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কা প্রতীক নিয়ে ৬ জন চেয়ারম্যান এবং স্বতন্ত্র পদে আনারস মার্কা নিয়ে ২ জন নির্বাচিত হয়েছেন। নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন ১নং বেলাইচন্ডি ইউনিয়নের কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা, ২নং মন্মথপুর ইউনিয়নের ওয়াদুদ আলী শাহ্, ৫নং চন্ডিপুুর ইউনিয়নে মজিবর রহমান সরকার, ৮নং হাবড়া ইউনিয়নের আনিসুজ্জামান আনিস, ৯নং হামিদপুর ইউনিয়নের রেজওয়ানুল হক, ১০নং হরিরামপুর ইউনিয়নে মোজাহিদুল ইসলাম সোহাগ এবং স্বতন্ত্র পদে ৬নং মোমিনপুর ইউনিয়নের নজরুল ইসলাম, ৭নং মোস্তফাপুর ইউনিয়নের মতিয়ার রহমান প্রামাণিক। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার নাশিদ কায়সার রিয়াদ এ তথ্য নিশ্চিত করেছেন।