পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই হাওলাদার (চশমা প্রতীক) ৬ হাজার ৪শ ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) হুমায়ুর কবির পেয়েছেন ৩ হাজার ৭শ ৬৯ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।