পিরোজপুরের নাজিরপুরের চারিদিকে কুয়াশার দাপট। বেলা গড়ালেও অধিকাংশ জায়গা থেকেই সরেনি কুয়াশার চাদর। ঘন কুয়াশা আর তীব্র শীতে কাবু জনজীবন। শীতের তীব্রতায় মানুষের অবস্থা নাজেহাল। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর থেকে চারিদিক কুয়াশাতে ঢেকে যাওয়ায় কমেছে দৃশ্যমানতা। যার জেরে সড়কে বাসসহ অন্যান্যা যানবাহন ধীর গতিতে চলছে। ঘন কুয়াশায় দিনের বেলায় সড়ক-মহাসড়কে হেডলাইট জ¦ালিয়ে চলছে যানবাহন। অন্যান্য দিনের তুললায় কুয়াশার কারণে সড়কে যানবাহন কম চলছে। জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষগুলো পড়েছেন দুর্ভোগে। সড়কে চলাচলরত রিকশা, ইজিবাইক ও মাহেন্দ্রের চালকরা ঘন কুয়াশায় জড়োসড়ো হয়ে পড়ছে। এদিকে তীব্র শীত ও কুয়াশায় বোরো চাষের বীজতলা ও রবি শস্য ক্ষেত ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে দরিদ্র ও ছিন্নমূল মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই কাগজ ও খড়ে আগুন জ¦ালিয়ে তাপ পোহাচ্ছেন। গত কয়েকদিন শীত বাড়ায় শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। অন্যদিকে প্রচন্ড শীতের কারণে উপজেলা শহর থেকে শুরু করে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে শীতার্ত মানুষের ভিড়। ব্যবসায়ীরা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সোয়েটার, জ্যাকেট, কোর্টসহ ছোট-বড়দের বিভিন্ন রকমের শীতবস্ত্র বিক্রি বেড়েছে। সব শ্রেণির লোক আসছেন শীতের পোশাক কিনতে। জানাগেছে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তাই ঘন কুয়াশা পড়ছে, যা কিছু দিন অব্যাহত থাকবে।