ঝালকাঠিতে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা বিএনপি। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের পূর্বচাঁদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা। এতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। বিএনপির কর্মসূচির খবর পেয়ে পুলিশ এসে নেতাকর্মীদের সরিয়ে দিলে তাঁরা আদালত চত্বরে এসে অবস্থান নেয়। সেখানে আসলে তাদের উপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা। মহিলা দলের ২ নেত্রী আহত হয়েছে। দলের সবার সাথে আলোচনা করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা করব।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল বলেন, বিএনপির নেতা-কর্মীদের আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে বলি। এটা রাজনীতির যায়গা নয়। এর একটু হাতাহাতি হয়েছে। আইনজীবী সমিতির আলোচনা শেষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।