বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
মঙ্গলবার (৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে র্যালী পরবর্তী জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও শান্তির প্রতীক পায়রা আকাশে উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করবেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজি মোঃ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি ও মেয়র আকবর হোসেন চৌধুরী,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলসহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।