পঞ্চগড়ের বোদা উপজেলার ৭নং চন্দনবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নর্বনির্বাচিত ইউ’পি সদস্য ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলামের নিজ উদোগে মঙ্গলবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, চন্দনবাড়ী ইউনিয়নের নর্ব নিবার্চিত ইউ’পি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম প্রধান। নর্ব নির্বাচিত ইউ’পি সদস্যের এ রকম ব্যক্তিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।